ভৌত অবকাঠামো
বনওয়ারী নগর সি, বি,পাইলট উচ্চ বিদ্যালয়টি পাবনা জেলার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টির স্থাবর সম্পত্তির পরিমাণ ৪.৬৪ একর। এর মধ্যে ৪.১৭ একর জমির উপর বিদ্যালয়ের মূল ভবন, শ্রেণীকক্ষ, খেলার মাঠ, পুকুর এবং ০.৩৩ একর জমির উপর তিনটি প্রসিদ্ধ মার্কেট ও ০.১৪ একর জমির উপর তৃতীয় শ্রেণীর কর্মচারীর আবাসিক ভবন অবস্থিত।
এক নজরে জমির বিন্যাস:
শিরোনাম | জমির পরিমাণ | বিবরণ | সংখ্যা | মন্তব্য |
---|---|---|---|---|
বিদ্যালয় | ৪.১৭ একর | ভবন সংখ্যা | ৭ টি | |
মোট কক্ষ | ৩১ টি | |||
খেলার মাঠ | ১ টি | |||
পুকুর | ১ টি | |||
লাইব্রেরী | ১ টি | |||
মার্কেট | ০.৩৩ একর | ১ নং মার্কেট | রুম - ২১ টি | |
২ নং মার্কেট | রুম - ২১ টি | |||
৩ নং মার্কেট | রুম - ১২ টি | |||
তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবন | ০.১৪ একর | ২ টি |
বিদ্যালয়ের ভৌত অবকাঠামো:
লাইব্রেরী ভবন:

লাইব্রেরী ভবন
ঐতিহ্যবাহী বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি শত বছর ধরে ফরিদপুর উপজেলার হাজারো শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকি করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি একটি সুপ্রসিদ্ধ লাইব্রেরী পরিচালনা করে আসছ যা কয়েক হাজার নতুন-পুরাতন, পাঠ্যবই, গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, ভাষা, ইতিহাস ইত্যাদি বই দ্বারা সমৃদ্ধ। যেখান থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দমত বই নিয়ে তাদের জ্ঞানের ভান্ডার আরও মজবুত করতে পারে। বর্তমানে সেকায়েপ কর্তৃক সরবরাহকৃত বইগুলো লাইব্রেরীটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
পুরাতন ভবন (শ্রেণীকক্ষ):
পুরাতন ভবন (শ্রেণীকক্ষ)
বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি এখনও কিছু প্রতিষ্ঠাকালীন স্মৃতি ধরে রেখেছে যার মাধ্যমে তাদের মধ্যে এই ভবনটি অন্যতম। বর্তমানের উক্ত ভবনে এসএসসি ভোকেশনাল, ৭ম/গ, ৬ষ্ঠ/গ, ৭ম/খ ও ৮ম/খ সহ কয়েকটি শাখার ক্লাশ পরিচালনা করা হয়।
প্রশাসনিক ভবন:
প্রশাসনিক ভবন, বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়
বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি ২০০৯ সালে মডেল প্রকল্পের অন্তর্ভূক্ত হয়। উক্ত প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নের জন্য এই ভবনটি নির্মিত হয় যা এখন প্রশাসনিক ভবন, কম্পিউটার ল্যাব এবং শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
৪ নং ভবন:

৪ নং ভবন
সুবিশাল খেলার মাঠ:
সুবিশাল পুকুর:

সুবিশাশ পুকুর
১ নং মার্কেট:

২১ টি রুম সম্বলিত ১ নং মার্কেট
২নং মার্কেট:

২১ রুম বিশিষ্ট ২ নং মার্কেট
৩নং মার্কেট:

১২ রুম বিশিষ্ট ৩নং মার্কেট