অনার বোর্ড
বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯১২ সালে প্রতিষ্ঠালাভ করার পর দু’বছরের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯১৪ খ্রিষ্টাব্দের ৩১শে জানুয়ারী প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। সেই ১৯১২ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি পর্যন্ত অত্যন্ত সুদক্ষ ও মেধাবী শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এবং কঠোর পরিশ্রমে আজ বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি স্বগৌরবে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই বিদ্যালয়টি ১০০ বছর সফলতার সাথে পার করেছে।
এক নজরে প্রতিষ্ঠাকলীন শিক্ষকমন্ডলী ও তাদের বেতন:
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | বেতন |
---|---|---|---|---|
১ | বাবু অনুকুল চন্দ্র ভট্টাচার্য | প্রধান শিক্ষক | বি.এ | ৬০ টাকা |
২ | বাবু সুরেশ চন্দ্র চক্রবর্তী | সহকারী প্রধান শিক্ষক | বি.এ | ৫৫ টাকা |
৩ | বাবু যোগেশ চন্দ্র পাল | সহকারী শিক্ষক | বি.এ ফেল | ৪৫ টাকা |
৪ | বাবু কিষ্ণানেন্দ্র নাথ রায় | সহকারী শিক্ষক | বি.এ ফেল | ৩৭ টাকা |
৫ | বাবু ক্ষেত্রনাথ সান্যাল | সহকারী শিক্ষক | এফ.এ ফেল | ৩৭ টাকা |
৬ | বাবু দেবনাথ | সহকারী শিক্ষক (কাব্যতীর্থ) | Govt. Titil Holder | ২৫ টাকা |
৭ | বাবু গঙ্গাপ্রসাদ মজুমদার | সহকারী শিক্ষক | এফ.এ ফেল | ২০ টাকা |
৮ | বাবু প্রভাত চন্দ্র তালুকদার | সহকারী শিক্ষক | এফ.এ ফেল | ২০ টাকা |
৯ | বাবু কেশব চন্দ্র সরকার | সহকারী শিক্ষক | এন্ট্রাস পাশ | ২০ টাকা |
১০ | বাবু সতীশ চন্দ্র সরকার | সহকারী শিক্ষক | এফ.এ ফেল | ২০ টাকা |
১১ | মৌ: মো: আনোয়া উল্লাহ | সহকারী শিক্ষক | টাইটেল পাস | ২০ টাকা |
১২ | মৌ: মো: রোকন উদ্দীন সরকার | সহকারী শিক্ষক | Metriculation Pass | ২০ টাকা |
১৩ | বাবু হরমোহন চক্রবর্তী | সহকারী শিক্ষক | এন্ট্রাস পাস | ২০ টাকা |
১৪ | বাবু শশী ভূষণ মজুমদার | সহকারী শিক্ষক | এন্ট্রাস পাস | ১৮ টাকা |
১৫ | বাবু প্রতাপ চন্দ্র সরকার | সহকারী শিক্ষক | এন্ট্রাস পাস | ১৮ টাকা |
১৬ | বাবু যোতীন্দ্রনাথ চক্রবর্তী | সহকারী শিক্ষক | এন্ট্রাস পাস | ১৮ টাকা |
১৭ | বাবু শ্রীধর বাগচী | সহকারী শিক্ষক | এন্ট্রাস ফেল | ১৫ টাকা |
বনওয়ারী নগর সি, বি, পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯১২ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি পর্যন্ত অতন্ত সুদক্ষ, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ প্রধান শিক্ষকদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। যাদের নিরলস প্রচেষ্টায় ও আন্তরিকতায় বিদ্যালয়ের আজকের এই অর্জন।
প্রধান শিক্ষকমন্ডলীর তালিকা:
ক্রমিক নং | নাম | পদবী | কার্যকাল |
---|---|---|---|
১ | বাবু অনুকুল চন্দ্র ভট্টাচার্য | প্রধান শিক্ষক | ০১/০১/১৯১২ থেকে ৩১/০১/১৯৪৬ |
২ | বাবু সুরেশ চন্দ্র চক্রবর্তী | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০৬/১৯৪৬ থেকে ৩১/১২/১৯৪৯ |
৩ | বাবু অঘোরনাথ রায় | প্রধান শিক্ষক | ০১/০১/১৯৫০ থেকে ৩১/০৫/১৯৫৪ |
৪ | মো: ফজলুর রহমান | প্রধান শিক্ষক | ০১/০৬/১৯৫৪ থেকে ৩১/০৫/১৯৫৫ |
৫ | মো: জয়নুল আবেদীন | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০৬/১৯৫৫ থেকে ৩০/০৯/১৯৫৫ |
৬ | মো: সাইদুর রহমান | প্রধান শিক্ষক | ০১/১০/১৯৫৫ থেকে ৩০/০৬/১৯৬৫ |
৭ | মো: রোস্তম আলী সরকার | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০৭/১৯৬৫ থেকে ৩০/০৬/১৯৬৬ |
৮ | মো: মনজুর রহমান | প্রধান শিক্ষক | ০১/০৭/১৯৬৬ থেকে ৩১/১২/১৯৬৬ |
৯ | মো: রোস্তম আলী সরকার | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০১/১৯৬৭ থেকে ২৮/০২/১৯৬৮ |
১০ | মো: রোস্তম আলী সরকার | প্রধান শিক্ষক | ০১/০৩/১৯৬৮ থেকে ৩১/০৭/১৯৮৩ |
১১ | মো: আব্দুল জব্বার | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০৮/১৯৮৩ থেকে ২৮/০২/১৯৯১ |
১২ | মো: আব্দুল জব্বার | প্রধান শিক্ষক | ০১/০৩/১৯৯১ থেকে ৩১/১২/১৯৯১ |
১৩ | মো: আতাহার আলী | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০১/১৯৯২ থেকে ১৪/১২/১৯৯২ |
১৪ | মো: আতাহার আলী | প্রধান শিক্ষক | ১৫/১২/১৯৯২ থেকে ৩১/১২/২০০৪ |
১৫ | শ্রী অজিত কুমার চৌধুরী | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০১/০১/২০০৫ থেকে ১৪/০২/২০০৫ |
১৬ | মো: আফজাল হোসেন | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ১৫/০২/২০০৫ থেকে ০৬/১০/২০০৭ |
১৭ | মো: মোখলেছুর রহমান | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ০৭/১০/২০০৭ থেকে ২৫/০১/২০০৮ |
১৮ | মো: হাসান তারিক | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) | ২৬/০১/২০০৮ থেকে ০২/০৫/২০০৮ |
১৯ | মো: আবু বকার সিদ্দিক | প্রধান শিক্ষক | ০৩/০৫/২০০৮ থেকে কর্মরত |